বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘিতে ১৯ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত শুক্রবার রাত ১০ টায় উপজেলার চাঁপাপুর ইউনিয়নের সিংগাহার গ্রামে নিজ হেফাজতে মাদক রেখে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করার সময় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো – নওগাঁর রানীনগেরর কাটারাশাহীন গ্রামের জামাল উদ্দিনের ছেলে নাজমুল ইসলাম (৩২) ও উপজেলার সিংগাহার গ্রামের আফসার আলীর ছেলে গোলাম রাব্বানী রাব্বি (৩৫)।
এ বিষয়ে আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান, শনিবার সকালে তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা দায়েরের পর বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা