
বগুড়া সংবাদ : বগুড়া প্রেসক্লাবের আয়োজনে মোহাম্মাদ আলী হাসপাতাল মাঠে তাঁত, বস্ত্র, শিল্প ও পণ্য মেলা আজ সোমবার শেষ হচ্ছে। প্রেসক্লাব ভবন নির্মাণ অব্যাহত রাখতে সহায়তায় মেলা আয়োজনের অনুমতি দেয়ায় বগুড়া জেলা প্রশাসন ও পুলিশ বিভাগকে প্রেসক্লাব কৃতজ্ঞতা জানাচ্ছে। মোহাম্মাদ আলী হাসপাতাল কর্তৃপক্ষ তাদের মাঠ ব্যবহারের অনুমতি দেয়ায় তাদের প্রতিও প্রেসক্লাব কৃতজ্ঞ। ‘মনিপুরী তাঁতী
শিল্প ও আমদানী বেনারশী কল্যাণ ফাউন্ডেশন’ মাসব্যাপী তাঁত ও বস্ত্র মেলা সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা ও পরিচালনা করায় তাদের প্রতিও ধন্যবাদ। শুধু জেলা ও পুলিশ প্রশাসন নয়, মেলায় এসে যারা আনন্দ উপভোগ করে মেলার আয়োজনকে সফল করেছেন সে সব দর্শকদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা। মেলার আইনশৃংখলা বজায় রাখতে সার্বক্ষনিক সহযোগিতা করায় পুলিশসুপারসহ জেলা পুলিশের সদস্যদের এবং সাবির্ক সহযোগিতার জন্য জেলা প্রশাসকসহ জেলা প্রশাসনের সকল কর্মকর্তাকে ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান হচ্ছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা