বগুড়া সংবাদ : গত কয়েকদিন ধরে বগুড়া সহ সারা দেশে বয়ে যাচ্ছে তীব্র দাবদাহ। প্রখর রোদ আর প্রচণ্ড গরমে জনজীবন বিপর্যস্ত। এমতাবস্থায় তীব্র এ গরম থেকে মুক্তি পেতে এমএসক্লাব মাঠ সংলগ্ন মালতিনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বৃষ্টির জন্য প্রার্থনার বিশেষ নামাজ ‘ইস্তিসকার সালাত’ আদায় করছেন মুসল্লিরা। নামাজ শেষে বৃষ্টির জন্য দুহাত তুলে আল্লাহর দরবারে অঝোরে কান্নাকাটি করছেন তারা। আজ শুক্রবার জুম্মা নামাজ পর এই নামাজের মালতিনগর কেন্দ্রীয় ঈদগাহে আয়োজন করা হয়। নামাজ উপলক্ষে জুম্মা নামাজ পর থেকেই মাঠে উপস্থিত হতে থাকেন সর্বস্তরের মুসল্লিরা। পরে নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ দোয়া করা হয়। নামাজে অংশ নেয়া সাধরাণ মুসল্লিরা বলেন, দীর্ঘদিন ধরে বগুড়াসহ সারাদেশে বৃষ্টি নেই। তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ । আল্লাহ যেন বৃষ্টির মাধ্যমে এ অবস্থা থেকে সবাইকে পরিত্রাণ দেন সে কারনেই এই নামাজের আয়োজন। নামাজের ঈমামতি ও দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃআব্দুল মতিন সাহেব খতিব ও পেশ ইমাম(মালতিনগর বকসিবাজার এলাহী মসজিদ)।।নামাজ শেষে দোয়া মোনাজাতে বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনা করা হয়। এ সময় অঝোরে কাঁদতে থাকেন মুসল্লিরা।
Check Also
পত্নীতলায় ইডিসি কমিটি’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত
বগুড়া সংবাদ : পত্নীতলা উপজেলায় বিএমজেড ও নেটজ বাংলাদেশের সহযোগীতায় বেসরকারী এনজিও সংস্থা আশ্রয় এর …