জাতীয় মহিলা সংস্থা বগুড়া কমিটির চেয়ারম্যান হলেন পিংকী সরকার

বগুড়া সংবাদ : জাতীয় মহিলা সংস্থা বগুড়া জেলা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেলেন বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিয়া সাবরিন পিংকী সরকার।রোববার সন্ধ্যায় পিংকী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে মাননীয় রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব দিলীপ কুমার দিন দেবনাথ স্বাক্ষরিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কতৃক গত ২৪ মার্চ’২৪ তারিখে প্রকাশিত প্রজ্ঞাপনে জারি করা হয়। জানা যায়, সাবিয়া সাবরিন পিংকী সরকার ২০২১ সালের অক্টোবর মাসে বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর থেকে তিনি বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগকে সুসংগঠিত করে দৃঢ়তার সাথে সংগঠন পরিচালনা করে আসছেন। দলীয় সকল কার্যক্রম এ সক্রিয় ভূমিকা রেখে তিনি অল্প সময়ে শীর্ষ নেতৃত্বের আলোচনায় উঠে আসেন। তিনি জানান, জাতীয় মহিলা সংস্থার দায়িত্ব প্রাপ্ত হয়ে বগুড়ার সকল পর্যায়ের নারীদের উন্নয়নে তিনি কাজ করে যাবেন বলে আশ্বাস দিয়েছেন।

Check Also

নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন, নিয়োগ পেলেন যারা

বগুড়া সংবাদ : অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন নির্বাচন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *