বগুড়া সংবাদ :বগুড়ার কাহালুতে ৪ বছরের শিশুকন্যাকে ধর্ষনের চেষ্টাকারী ধৃত ব্যক্তি শাজাহান আলী (৫৫)কে পুলিশ গ্রেফতার করেছে। গত শনিবার দিনের বেলায় কাহালু উপজেলার কালাই ইউনিয়রের চকনজিব মল্লিকপাড়া ধৃত আসামীর বাড়ির শয়ন কক্ষে এই ঘটনা ঘটে। রোববার শিশুকন্যার পিতা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। মামলার বিবরণে বলা হয় ঘটনার দিন সকাল সাড়ে ১০ টার দিকে শিশুকন্যা আসামীর বাড়িতে যায় তার শিশুকন্যার সাথে খেলাধুলার জন্য। হটাৎ করে শিশুকন্যার চিৎকার শুনে তার মা ধৃত আসামীর বাড়িতে গেলে আসামী শাজাহান দৌঁড় দিয়েপালিয়ে যায়। আসামীর শয়ন কক্ষে গিয়ে মা দেখতে পান তার মেয়ের পরনের কাপড় খুলে উলঙ্গ করা হয়েছে। বিষয়টি গ্রামবাসী জানার পর রাত ১১ টার দিকে শাজাহানকে ধরে উত্তম-মাধ্যম দিলে সে ঘটনার কথা স্বীকার করে। পরে টহলরত
পুলিশ তাকে গ্রেফতার করে থানায় আনেন। শাজাহান চকনজিব গ্রামের মল্লিকপাড়ার আব্দুর রাজ্জাকের পুত্র। কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা জানান, বিষয়টি নিয়ে আসামীকে জিজ্ঞাবাদ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে।
Check Also
দুপচাঁচিয়ায় মাদ্রাসার সুপারকে মারপিট করে চাঁদা দাবীর প্রতিবাদে শিক্ষক-কর্মচারী পরিবার কল্যান সংস্থার মানববন্ধন
বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের জোহাল মাটাই ও টেমা দাখিল মাদ্রাসার সুপার আবুল …