বগুড়া সংবাদ : র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ও র্যাব-৪, সিপিসি-২ যৌথ অভিযানে অপহৃত কলেজছাত্রী আশুলিয়া থেকে উদ্ধারসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে
মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে ঢাকার আশুলিয়া থানাধীন বুড়ির বাজার এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এসময় অপহৃত ওই ছাত্রীকে উদ্ধার করে র্যাব।
গ্রেপ্তার ওই যুবককের নাম সোহেল রানা (৩০)। তিনি বগুড়ার গাবতলী উপজেলার তরফভাইখা এলাকার জসীমউদ্দীনের ছেলে।
র্যাব জানায়, গত ৩০ অক্টোবর সারিয়াকান্দি উপজেলা থেকে ওই কলেজছাত্রীকে অপহরণ করে সোহেল রানা। এরপর ওই কলেজছাত্রীর বাবা ৯ নভেম্বর সারিয়াকান্দি থানায় একটি অপহরণ মামলা করেন। তখন অপহৃত ওই কলেজছাত্রীকে উদ্ধার করতে অভিযানে নামে র্যাব। একপর্যায়ে র্যাব- ১২ বগুড়া ও র্যাব-৪ সিপিসি-২ এর যৌথ অভিযানে ঢাকার আশুলিয়া থানার বুড়ির বাজার এলাকা থেকে অপহরণকারী সোহেল রানাকে গ্রেফতার করা হয়। এসময় অপহৃত কলেজছাত্রীকে উদ্ধার করে র্যাব। র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, আসামিকে সারিয়াকান্দি থানায় সোপর্দ করা হয়েছে।