বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযানে অপহৃত কলেজছাত্রী আশুলিয়া থেকে উদ্ধার সহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে

বগুড়া সংবাদ : র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ও র‌্যাব-৪, সিপিসি-২ যৌথ অভিযানে অপহৃত কলেজছাত্রী আশুলিয়া থেকে উদ্ধারসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে

মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে ঢাকার আশুলিয়া থানাধীন বুড়ির বাজার এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এসময় অপহৃত ওই ছাত্রীকে উদ্ধার করে র‍্যাব।

গ্রেপ্তার ওই যুবককের নাম সোহেল রানা (৩০)। তিনি বগুড়ার গাবতলী উপজেলার তরফভাইখা এলাকার জসীমউদ্দীনের ছেলে।

র‍্যাব জানায়, গত ৩০ অক্টোবর সারিয়াকান্দি উপজেলা থেকে ওই কলেজছাত্রীকে অপহরণ করে সোহেল রানা। এরপর ওই কলেজছাত্রীর বাবা ৯ নভেম্বর সারিয়াকান্দি থানায় একটি অপহরণ মামলা করেন। তখন অপহৃত ওই কলেজছাত্রীকে উদ্ধার করতে অভিযানে নামে র‍্যাব। একপর্যায়ে র‍্যাব- ১২ বগুড়া ও র‍্যাব-৪ সিপিসি-২ এর যৌথ অভিযানে ঢাকার আশুলিয়া থানার বুড়ির বাজার এলাকা থেকে অপহরণকারী সোহেল রানাকে গ্রেফতার করা হয়। এসময় অপহৃত কলেজছাত্রীকে উদ্ধার করে র‍্যাব। র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, আসামিকে সারিয়াকান্দি থানায় সোপর্দ করা হয়েছে।

Check Also

নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন, নিয়োগ পেলেন যারা

বগুড়া সংবাদ : অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন নির্বাচন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *