বগুড়া সংবাদ : বগুড়ায় তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা, রহমান নগর শাখার উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৮টায় মালতীনগর এম.এস ক্লাব খেলার মাঠে এ আয়োজনের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে মাদরাসার জেনারেল সেকশন, হিফজ সেকশন ও গার্লস সেকশনের শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করে। পুরো মাঠজুড়ে ছিল প্রাণবন্ত পরিবেশ।
তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা বগুড়া (রহমান নগর) শাখার প্রধান মোঃ নাজমুল হাসান মিজানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হাফেজ মাওলানা মহীউদ্দীন। তিনি প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশে শুভেচ্ছা ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব অপরিসীম। নিয়মিত পড়াশোনার পাশাপাশি এমন আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, শৃঙ্খলাবোধ এবং নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ শাহ আলম, হাফেজ মাওলানা মহীউদ্দীন জিলানী এবং হাফেজ মাওলানা শাহাবুদ্দীন সরকার।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা বগুড়া (রহমান নগর) শাখার গার্লস অ্যান্ড প্রি-হিফজ অনাবাসিক সেকশনের শাখা প্রধান হাফেজ মাওলানা আতাউর রহমান।
উল্লেখ্য, তানযীমুল উম্মাহ মাদরাসা প্রতি বছর শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও সার্বিক বিকাশের লক্ষ্যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাসহ বিভিন্ন শিক্ষামূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এর মাধ্যমে পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষার পাশাপাশি বাস্তবমুখী শিক্ষায়ও শিক্ষার্থীরা সমানভাবে গড়ে উঠছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
