বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ ,বগুড়া) :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে সংসদ সদস্য পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বিকাল ৫টা পর্যন্ত কোনো প্রার্থীই তাদের প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে সাতজন বৈধ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় আছেন।
রিটার্নিং অফিস সূত্র জানায়, এ আসনে চূড়ান্ত বৈধ প্রার্থীরা হলেন বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলম, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবু কালাম শাহাদাতুজ্জামান, নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী জামাল উদ্দিন, গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী সেলিম সরকার এবং স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু।
এর আগে বিএনপি এই আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে ছাড় দিয়েছিল। পরে তিনি ঋণখেলাপি হতে পারেন এমন আশঙ্কায় শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। তখন থেকেই ভোটারদের মনে সংশয় ছিল পরবর্তী সময়ে মীর শাহে আলমকে প্রত্যাহার করে মাহমুদুর রহমান মান্নাকে সমর্থন দেওয়া হতে পারে। কিন্তু গতকাল মঙ্গলবার পর্যন্ত তা করা হয়নি এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও কেউ প্রত্যাহার করেননি।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
