
বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা, শিবগঞ্জ ,বগুড়া) : বগুড়ার শিবগঞ্জে ওয়াজ মাহফিলে এক নারীকে উত্যক্ত করাকে কেন্দ্র করে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বিহার ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে।
আহতরা হলেন বিহার উত্তরপাড়া গ্রামের মিলনের ছেলে ৯নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক আলিফ (২২), ভাসু বিহার গ্রামের মন্টু মিয়ার ছেলে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আতিক (২৫) গুরুতর আহত হয়। আলিফের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে রাতেই বগুড়া শজিমেকে ভর্তি করে দেওয়া হয়। অপর জন শিবগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সাবেক বিহার ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা কৃষক দলের সভাপতি জহুরুল ইসলাম ঠান্ডু বলেন, ছাত্রদল নেতা আলিফের চাচাতো বোনকে উত্যক্ত করায় বাঁধা প্রদান করলে তারা ক্ষিপ্ত হয়ে অতর্কিত ভাবে হামলা চালিয়ে চুরিকাঘাত করে ২জন আহত করে। তিনি হামলায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন।
এ ঘটনায় শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তিনি বলেন, আহত পরিবারের সঙ্গে কথা হয়েছে তারা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা