সর্বশেষ সংবাদ ::

বসত বাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালঙ্কার চুরি

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘিতে শাহানুর খান মিলন নামের এক ব্যবসায়ীর বসত বাড়ির তালা ভেঙে ৭ ভরি স্বর্ণালঙ্কারসহ রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার দুপুরে উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামের ওই ব্যবসায়ীর ভুক্তভোগী স্ত্রী তাসলিমা বেগম আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানা গেছে, গত মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে বাড়িতে তালা দিয়ে ওই গৃহবধূ তার ছেলে আবু তালহাকে নিতে উপজেলার সান্তাহার পৌর শহরের হবীর মোড় এলাকায় একটি মাদ্রাসায় যান। ছেলের পড়াশোনা শেষ হলে ওই দিন সন্ধ্যা ৬টার দিকে তাকে নিয়ে বাড়িতে ফিরেন। বাড়িতে পৌঁছে মেইন গেটের এবং বারান্দার তালা ভাঙা দেখতে পান। এরপর ভেতরে ঢুকে জিনিসপত্র এলোমেলো দেখে তার স্বর্ণালঙ্কার ঠিক আছে কিনা তা দেখতে যান। ঘরের মধ্যে একটি বাক্সের ভেতর টিফিন বক্সে রাখা ৭ ভরি স্বর্ণালঙ্কার, ১ টি মুক্তা মালা ও আটশত টাকা চুরি গেছে জানতে পারেন। ওই গৃহবধূ নিরূপায় হয়ে থানায় একটি অভিযোগ করেন।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, খবর পেয়ে ওই দিন রাতেই  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এরপর বুধবার দুপুরে ভুক্তভোগী গৃহবধূ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Check Also

তারেক রহমানের আমগন উপলক্ষে বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা মিছিল

বগুড়া সংবাদ : আগামী ১১ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়ায় আগমন উপলক্ষে শুভেচ্ছা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *