বগুড়া সংবাদ : রশিদুর রহমান রানা শিবগঞ্জ ,বগুড়া)
বগুড়ার শিবগঞ্জে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত। এই দুর্ঘটনায় আহত হয়েছে চালকসহ আরো ৫ জন।
নিহত ব্যাক্তির নাম আব্দুল করিম (৪৫) । তিনি জয়পুরহাট জেলার কালাই থানার মৃত আবেদ উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি ) বিকালে জয়পুরহাট – মোকামতলা মহাসড়কে গনেশপুর নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কালাই থেকে ৫জন যাত্রীসহ সিএনজি বগুড়া যাওয়ার পথে গনেশপুর নামক স্থানে একটি অটোভ্যানকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক সিএনজি যাত্রী নিহত হয়।
এ ঘটনায় আহত পাঁচজন হলেন—কালাই থানার ইমামপুর গ্রামের মৃত সাওার সরদারের ছেলে ছানু (৩৫), মৃত ইয়াছিনের ছেলে হাইবুল সরদার( ৩৮), মৃত তমিজ উদ্দিনের ছেলে মোশাররফ হোসেন (৪৫), মুত দীগেন দাসের ছেলে শ্রী লালন দাস (৩৫), পাঁচপাকিয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে আমিনুর। এরমধ্যে গুরুতর আহত চালক আমিনুর ও যাত্রী ছানুকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায়।
শিবগঞ্জে থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় ঘাতক ট্রাক আটকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
