সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এর প্রস্তুতি সম্পর্কে মতবিনিময় সভা

বগুড়া সংবাদ : বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ করতোয়ায় বগুড়া জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের সাথে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এর প্রস্তুতি সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বগুড়া জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড.আ.ন.ম বজলুর রশিদ বলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠ ও নিরপেক্ষ করতে সরকারের উর্ধতন কর্মকর্তা সহ জেলা প্রশাসন পুলিশ প্রশাসনকে জনগণের সাঝে আস্থা ফিরিয়ে আনতে হবে। যে কোন মূল্যে এই নির্বাচনে প্রশসনের পক্ষপাতিত্ত কোন কর্মকর্তা জড়িত থাকলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি রাজশাহী বিভাগের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার),পিএইচডি মহোদয় এবং বগুড়া জেলার পুলিশ সুপার শাহাদাত হোসেন, পিপিএম সহ প্রমুখ।

Check Also

বগুড়ায় ছাত্র শিবিরের কর্মী সম্মেলন ন্যায়ের পথ ধরে ছাত্রকল্যাণে কাজ করলে সকল শিক্ষা প্রতিষ্ঠানের বিজয় আসবে

বগুড়া সংবাদ :  বুধবার সন্ধ্যায় বগুড়ার কলোনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে ছাত্র শিবির বগুড়া শহর শাখার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *