সর্বশেষ সংবাদ ::

গাবতলী শাহজাহানপুর -৭ আসনের মোরশেদ মিলটনেরসহ ৩জন মনোনয়নপত্র বৈধ ঘোষণা

বগুড়া সংবাদ (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) : এয়োদশ জাতীয় সংসদ‌ নির্বাচনে ৪২-বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আসনে ধানের শীষের প্রার্থী বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি গাবতলী থানা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন সংসদ সদস্য পদে মনোনয়নপত্র বৈধ হয়েছে। শনিবার বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌফিকুর রহমান যাচাই বাছাই শেষে ৫ জনের মধ্যে ৩ মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে এবং মুসলিম লীগ নেতা আনছার আলীর মনোনয়নপত্র সঠিক না থাকায় তা বাতিল করা হয়। ‎বৈধ প্রার্থী অপর ২ জন হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোলাম রাব্বানী ও ইসলামী আন্দোলনের মোঃ শরিফুল ইসলাম।‌ ‎এই প্রথম জিয়া পরিবারের বাইরে বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি গাবতলী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র মোঃ মোরশেদ মিল্টন ধানের শীষের প্রার্থী। এর আগেও ২০১৮ সালে তাকে ধানের শীষের প্রার্থী করা হয়েছিল, দরিয়া সিদ্ধান্তের তা প্রত্যাহার করা হয়েছিলো। ‎মোরশেদ মিল্টন বিএনপির মনোনীত ও ধানের শীষের তরুণ প্রার্থী হওয়া বগুড়া -৭ নির্বাচনী এলাকায় ব্যাপক আনন্দ উল্লাস সৃষ্টি হয়েছে।

Check Also

শিবগঞ্জে ৪ শতাধিক শীতার্ত মানুষের মাঝে রোকেয়া-ছাত্তার ফাউন্ডেশনের কম্বল উপহার

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ ,বগুড়া) : বগুড়ার শিবগঞ্জে মানবিক সংগঠন রোকেয়া-ছাত্তার ফাউন্ডেশন-এর উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *