সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় খালেদা জিয়ার কার্যক্রমে সমাপ্তি সাতটি সংসদীয় আসনে ১২প্রার্থীর মনোনয়পত্র বাতিল, ২৬ প্রার্থী বৈধ ঘোষণা

বগুড়া সংবাদ : এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি সংসদীয় আসনে মোট ৩৯জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। এরমধ্যে বিএনপি-জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের ২৬প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আসনগুলোতে মনোনয়নপত্রে বিভিন্ন ক্রটি থাকার কারণে ১২জনের প্রার্থীতা বাতিল করা হয়েছে। এছাড়া মৃত্যুজনিত কারণে বিএনপির প্রার্থী দলের প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দাখিলকৃত মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) ও শনিবার (৩ জানুয়ারি) দুই দিনব্যাপি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ তৌফিকুর রহমান এ ঘোষণা দেন।
যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিন শনিবার বগুড়ার ৪টি আসনের কাযক্রম শেষ হয়। এরমধ্যে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে পাঁচজন প্রার্থীকেই বৈধ ঘোষণা করা হয়। বৈধ প্রার্থীরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক এমপি আলহাজ্ব মোশরাফ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ মোস্তফা ফয়সাল, জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এর কামরুল হাসান মোঃ শাহেদ ফেরদৌস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুহাঃ ইদ্রিস আলী।
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এরমধ্যে চারজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বৈধ প্রার্থীরা হলেন-বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ দবিবুর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এর শিপন কুমার রবিদাস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মীর মোঃ মাহমুদুর রহমান। এছাড়া এই আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মনোনীত প্রার্থী খান কুদরত-ই-সাকলায়েন এর মনোনয়নপত্রে ক্রটি থাকায় তার প্রার্থীতা বাতিল করা হয়।
বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়। এছাড়া বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী দিলরুবা, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী আবু নুমান মোঃ মামুনুর রশিদ ও জাতীয় সমাজতান্ত্রিক (জেএসডি) মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল-ওয়াকি এর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এরআগে বগুড়া-৬ (সদর) আসনে পাঁচজন প্রার্থী মনোয়নপত্র দাখিল করেন।
বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খাদেলা জিয়া মৃত্যুবরণ করায় গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিলটনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ গোলাম রব্বানী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মোঃ শফিকুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এছাড়া মৃত্যুজনিত কারণে বিএনপির প্রার্থী দলের প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দাখিলকৃত মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত করা হয়েছে। অপর প্রার্থী বাংলাদেশ মুসলিম লীগের আনছার আলীর দলীয় মনোনয়ন সঠিক না থাকায় তার প্রার্থীতা বাতিল করা হয়েছে। এই আসনে পাঁচজন প্রার্থী মনোয়নপত্র দাখিল করেন। এরআগে শুক্রবার (২ জানুয়ারি) যাচাই-বাছাই শেষে বগুড়ার ৩টি আসনে মোট সাত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। আর বৈধ ঘোষণা করা হয় ১২জন প্রার্থীকে।
বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ তৌফিকুর রহমান জানান, দুইদিনের যাচাই-বাছাই শেষে কোন ক্রটি না থাকায় ২৬জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আসনগুলোতে মনোনয়নপত্রে বিভিন্ন ক্রটি থাকার কারণে ১২জনের প্রার্থীতা বাতিল করা হয়েছে। এছাড়া মৃত্যুজনিত কারণে বিএনপির প্রার্থী দলের প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দাখিলকৃত মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত করা হয়েছে। এরআগে বগুড়ার সাতটি সংসদীয় আসনে মোট ৩৯জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

Check Also

শিবগঞ্জে ৪ শতাধিক শীতার্ত মানুষের মাঝে রোকেয়া-ছাত্তার ফাউন্ডেশনের কম্বল উপহার

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ ,বগুড়া) : বগুড়ার শিবগঞ্জে মানবিক সংগঠন রোকেয়া-ছাত্তার ফাউন্ডেশন-এর উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *