সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় খালেদা জিয়ার আসনে মনোনয়ন তুললেন বিএনপি নেতা মোর্শেদ মিলটন

বগুড়া সংবাদ : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দল বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে কাউকে মনোনয়ন দেয়নি। অথচ এবার খালেদা জিয়ার সেই আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করলেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন গাবতলী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রভাষক আশরাফ হোসেন।
গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, শনিবার মোট দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। যা মোরশেদ মিল্টনের নামে।
গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন সাংবাদিকদের বলেন, আমাদেরকে মনোনয়নপত্র উত্তোলন করার কথা বলা হয়েছে। তাই আমরা সাময়িকভাবে মনোনয়নপত্র উত্তোলন করেছি। দলীয় নির্দেশনা মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Check Also

৩৭ বগুড়া ২ শিবগঞ্জ আসনে ৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা, শিবগঞ্জ ,বগুড়া) :  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *