সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় তামিম ইন্টিগ্রেটেড ফার্মস-এর খামারী সমাবেশ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : প্রান্তিক পোল্ট্রি ব্যবসায়ী ও খামারীদের নিয়ে আজ সোমবার (০২ ডিসেম্বর ২০২৫) বগুড়া সদরের ধরমপুর খেলার মাঠে তামিম এগ্রোর অঙ্গ প্রতিষ্ঠান তামিম ইন্টিগ্রেটেড ফার্মস খামারী সমাবেশের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক (অর্থ ও প্রশাসন) জনাব নাঈম হাসান রূপম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আমিন সরকার সিফাত, সভাপতি (বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল)।

এছাড়াও উপস্থিত ছিলেন তামিম গ্রুপের চিফ কনসালটেন্ট (সিভিল) জনাব ওয়ালিউল ইসলাম দুর্লভ, মহাব্যবস্থাপক মি. অমৃত জ্যোতি মুদোয়, কমার্শিয়াল সেলস ম্যানেজার জনাব রেজাউল করিম রেজা, উৎপাদন ম্যানেজার জনাব ইখতিয়ার রাসেলসহ প্রতিষ্ঠানটির সিনিয়র কর্মকর্তা ও কর্মকর্তাবৃন্দ।

চলতি বছরে সারাদেশে অনুষ্ঠিত ধারাবাহিক উঠান বৈঠকের অংশ হিসেবে আধুনিক ও বৈজ্ঞানিক খামার ব্যবস্থাপনা নিয়ে খামারিদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়।

প্রধান অতিথি জানান, পিছিয়ে পড়া খামারীদের উন্নয়নে তামিম গ্রুপের এমন উদ্যোগ ভবিষ্যতেও আরও ব্যাপক পরিসরে অব্যাহত থাকবে।

Check Also

খালদা জিয়ার সু¯তা কামনায় দুপচাঁচিয়ায় উপজলা সিএনজি মালিক সমিতির দায়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বিএনপির চয়ারপার্সন ও সাবক প্রধানম¿ী দশনত্রী বগম খালদা জিয়ার দ্রæত রাগমুক্তি ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *