বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা) : বগুড়া শিবগঞ্জে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত নীতিমালা-২৫ বাস্তবায়ন ও চলতি রবি মৌসুমে সুষ্ঠুভাবে সার সরবরাহের লক্ষ্যে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ২ ডিসেম্বর) বিকালে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার, উপজেলা মৎস্য অফিসার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শাহ আপেল মাহমুদ, রাজিব হাসান, কৃষক প্রতিনিধি আতিকুর রহমান সুজনসহ বিসিআইসি এবং বিএডিসি ডিলার প্রতিনিধিবৃন্দ। কৃষক প্রতিনিধি সুজন এবং বিসিআইসি ও বিএডিসি প্রতিনিধি বলেন, উপজেলার বাহির হতে সার ডিলার নিয়োগ না দিয়ে উপজেলার বাসিন্দাদের নিয়োগ প্রদান করলে উপজেলার কৃষকরা বেশি উপকৃত হবে। নিজ উপজেলায় ডিলার নিয়োগের সিদ্ধান্ত সর্ব সম্মতিক্রমে নেওয়া হয়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
