সর্বশেষ সংবাদ ::

নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

বগুড়া সংবাদ : নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের আওতাধীন বগুড়ার শিবগঞ্জে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে কর্মরত পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং পরিবার কল্যাণ পরিদর্শিকারা কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার ( ২ ডিসেম্বর) সকালে কেন্দ্রীয় অধিকার আদায় পরিষদের ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাঙ্গনে তারা এই অবস্থান কর্মসূচি পালন করেন । এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলার পরিবার পরিকল্পনা পরিদর্শক ( Fpi) সমিতির সাধারণ সম্পাদক অনন্ত কুমার মন্ডল, দপ্তর সম্পাদক সেলিম, শিবগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আব্দুল আলীম, সাধারণ সম্পাদক পলাশ কুমার মোদক, উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সমিতির সভাপতি মোকছেদা খাতুন, পরিবার পরিকল্পনা সহকারী সমিতির সভাপতি নিপা খাতুনসহ অত্র উপজেলার পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা ও পরিবার কল্যাণ সহকারীবৃন্দ।

কর্মসূচিতে অংশ নেওয়া কর্মীরা জানান, এর আগে বিভিন্ন সময়ে নিয়োগ বিধি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলেও কোনো কার্যকরী পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হয়নি। এরই জেরে আমাদের আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।এ সময় পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জনের ঘোষণা দেন তারা।

Check Also

বগুড়ার নুনগোলায় হিন্দুপল্লীতে জামায়াত প্রার্থীর গণসংযোগ কল্যাণ রাস্ট্র গঠনে সকল ধর্মের মানুষ কে এক সাথে কাজ করতে হবে: সোহেল

বগুড়া সংবাদ : বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য পদ প্রার্থী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *