বগুড়া সংবাদ : বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বৃহস্পতিবার সকালে মালগ্রাম চাপড়পাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ঘরবাড়ী পরিদর্শন করেন ও অর্থ সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন শহর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, ১৪নং ওয়ার্ড সভাপতি অধ্যাপক আবু হানিফ, সেক্রেটারী গোলাম আযম, শ্রমিক নেতা নুর আলম, আবু সাঈদ, আব্দুল হাকিম যুব বিভাগের সভাপতি আবুল কাশেম, রিকসা ভ্যান শ্রমিক নেতা জাহিদুল ইসলাম প্রমুখ। গত বুধবার দুপুরে মালগ্রাম চাপড়পাড়ায় পেয়ারা বেওয়া ও তার ছেলেদের ৪ টি বসতবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেন জামায়াত নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দ পরিবারকে শান্তনা দেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা