সর্বশেষ সংবাদ ::

শহীদ যুবদল নেতা আবু ইউসুফের ১২তম মৃত্যুবার্ষিকী

বগুড়া সংবাদ : যুবদলের শহীদ আবু ইউসুফ আলীর ১২তম মৃত্যুবার্ষিকী। । ২০১৩ সালের নভেম্বরে অবরোধ কর্মসূচির সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে তিনি গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই মারা যান।। নিহত ইউসুফ বগুড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের আব্দুর রাজ্জাকের পুত্র ও ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গ্রামের বাড়িতে কোরআন খতম, কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বুধবার বাদ আছর নিজ বাস নিশ্চিন্তপুর গ্রামে কোরআন খতম, কবর জিয়ারত ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সাবেক সভাপতি ও ১১নং ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর সিপার আল বখতিয়ার,সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, সদর থানা যুবদলের সাবেক সভাপতি রাফিউল ইসলাম রুবেল,শহর যুবদলের সাবেক সভাপতি মাসুদ রানা মাসুদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল মতিন মন্ডল, শহীদ আবু ইউসুফের বাবা আব্দুর রাজ্জাক, ২১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল কুদ্দুস চাঁন, প্রিন্সিপাল মাওলানা জাহিদুল ইসলাম, ফারুক আহমেদ কমরেড, মনোয়ার হোসেন হীরা, মোমিন, রাজিব, আব্দুল মান্নান, এনামুল, মাছুম, আরাফাত, সালাম, মমিন, রুহুল, নজরুল, হিরু, যতন, ইমরান, রানু, শাহজালাল, বাবু, রাজু, বিপ্লব, শিমুল, আলতাফ, হাসান, মুন্না সহ আরও অনেকে সঞ্চালনায় ছিলেন বগুড়া জেলা যুবদলের সাবেক সহ-দফতর সম্পাদক ইঞ্জিঃ জিয়াউল ইসলাম আপেল। দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ উল্লাহ্ ও হাফেজ মাওলানা রিয়াদ ইসলাম জাহিদ।

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *