বগুড়া সংবাদ (মোশাররফ হোসেন মজনু সোনাতলা বগুড়া) : সোনাতলায় একমাত্র সরকারি কবর স্থান দীর্ঘদিন ধরে অযত্নে ও অবহেলায় বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। যেন দেখভাল করার কেউ নেই। ভেঙ্গে যাচ্ছে সীমানা প্রাচীর। খোয়া যাচ্ছে সীমানা প্রাচীরের ইট। কবর স্থানটি একদিকে গো-চারণ ভূমি, অন্যদিকে বখাটেদের আড্ডাখানায় পরিণত হয়েছে। এমনটি মনে করেন এলাকাবাসী। জানা যায়, উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের অর্থ দিয়ে পরিষদের আওতাধীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে কিছু দূরে পশ্চিম দিকে পৌরসভার আগুনিয়াতাইড় মৌজায় পাকা রাস্তার উত্তর পাশে অবস্থিত নির্ধারিত কবর স্থান। গত ০২/০৯/১৯৮৫ তারিখে ৩২ শতাংশ জমি ক্রয় করে কবরস্থান করা হয়। বেওয়ারিশ বা অজ্ঞাতনামা মৃতদেহ দাফন বা কবর দেয়ার জন্য এই কবরস্থানর করা হয়। জমিটি ক্রয়ের দীর্ঘদিন পর কবর স্থানের চতুর্দিকে একটু উঁচু করে সীমানা প্রাচীর নির্মাণ করা হয়। আর জায়গাটি নীচু হওয়ায় মাটি কেটে তা উঁচু করা হয়। নির্ধারিত কবর স্থান উল্লেখ পূর্বক দক্ষিণ পাশে টাঙানো হয়েছিল একটি সাইনবোর্ড। ওই এলাকার মাওলানা আফজাল হোসেন নিজ উদ্যোগে কবরস্থানে বেশ কিছু চারাগাছ রোপন করেন। গাছগুলো ক্রামান্বয়ে বড় হতে থাকলেও সাইনবোর্ডটি দীর্ঘদিন আগে উধাও হয়ে গেছে। পূর্ব ও পশ্চিম পাশে সীমানা প্রাচীর আংশিক ভেঙ্গে গেছে। দক্ষিণ পাশের প্রাচীরটি প্রায় পুরোটাই নিশ্চিহ্ন। নির্মাণ করা হয়নি গেট। মাওলানা আফজাল হোসেন জানান এ পর্যন্ত এই কবরস্থানে ২৩টি মৃতদেহ দাফন বা কবরস্থ করা হয়েছে। ওই এলাকার মুনছুর আলী ও রুপান্তর জানান, যেটুকু সীমানা প্রাচীর আছে তা দিনদিন ক্ষতি হওয়ায় কবর স্থানের অস্তিত্ব নষ্ট হয়ে যাচ্ছে। সঠিকভাবে চতুর্পাশে সীমানা প্রাচীর,সাইনবোর্ড ও গেট নির্মাণ করলে এখানে কেউ আড্ডা দিতে ও গরু-ছাগল চারণ করতে পারবে না। এসব বন্ধ করতে ও কবর স্থানের অস্তিত্ব রক্ষা করতে গেটসহ মজবুতভাবে সীমানা প্রাচীর সংস্কার করা প্রয়োজন। ইউএনও স্বীকৃতি প্রামানিক জানান, সোনাতলায় সরকারি কবর স্থান বিষয়ে আমার জানা ছিল না। জানার পর পৌর প্রশাসক হিসেবে আমি ইতিমধ্যে কবর স্থানটি সংস্কার করার উদ্যোগ নিয়েছি। এডিপির অর্থায়নে অথবা যেভাবেই হোক সংস্কার করার উদ্যোগ নিয়েছি। কবর স্থানটি সংস্কার করতে পারলে জনগণের জন্য সুবিধা হবে। এলাকাবাসী মনে করেন ইউএনও ইচ্ছে করলে শিগগির কবরস্থানটি সংস্কার করতে পারবেন। আসলে আদৌ উদ্যোগ নিয়েছেন কি-না তিনিই ভালো জানেন। কারণ তিনি একদিকে ইউএনও, অন্যদিকে পৌর প্রশাসকের দায়িত্বে আছেন। এলাকাবাসী চায় শিগগির কবর স্থানটি সংস্কার করা হোক।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
