সর্বশেষ সংবাদ ::

নিখোঁজের ১৭ দিনেও সন্ধান পাওয়া যায়নি মাদ্রাসা পড়ুয়া ছাত্র আবদুল্লাহ

বগুড়া সংবাদ :বগুড়ার আদমদীঘিতে আবদুল্লাহ (১১) নামের এক  মাদ্রাসা পড়ুয়া ছাত্র নিখোঁজের ১৭ দিন পরও কোন সন্ধান মেলেনি। সন্তান হারিয়ে পরিবারের সদস্যরা চরম বিপাকে পড়েছেন। বিভিন্ন স্থানে খোঁজ করে ওই ছাত্রের সন্ধান সন্ধান মেলেনি। নিরুপায় হয়ে আবদুল্লাহর বাবা সম্রাট হোসেন আদমদীঘি  থানায় একটি সাধারন ডায়রি (জিডি) দায়ের করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আবদুল্লাহ উপজেলার   ছাতিয়ানগ্রাম ইউনিয়নের অন্তাহার গ্রামের সম্রাট হোসেনের ছেলে। আবদুল্লাহ একই গ্রামে অবস্থিত অন্তাহার ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৫ম শ্রেনীর ছাত্র। আবদুল্লাহ’র বাবা সম্রাট হোসেন একজন ট্রাক্টর চালক। পেশাগত কারনে তিনি চাঁপাইনবাবগঞ্জে অবস্থান করেন। পরিবারের একমাত্র সন্তান আবদুল্লাহ অন্তাহার গ্রামে   দাদা আবুল কালামের কাছে থেকে মাদ্রাসায় লেখাপড়া করে। ঘটনার দিন সকালে আবদুল্লাহ মাদ্রসায় যাওয়ার পর আর বাড়ি ফিরে আসেনি। পরে মাদ্রসা সহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার খোঁজ মেলেনি। অন্তাহার ইসলামিয়া দাখিল মাদ্রাসার এবতেদায়ী প্রধান আব্দুস সোবহান বলেন, ঘটনার দিন আবদুল্লাহ মাদ্রাসায় হাজির ছিল না। সম্রাট হোসেন বলেন, আমরা বিভিন্ন জায়গায় সন্ধান চালিয়ে যাচ্ছি, আদমদীঘি থানায় জিডি করেছি। এরপরও কোথাও থেকে ভাল   খবর পাচ্ছি না। তিনি আরও বলেন, আবদুল্লাহ পড়নে নীল রংয়ের গেঞ্জি ও জিন্সের প্যান্ট ছিল।
এ বিষয়ে আদমদীঘি থানার ওসি এস এম মোস্তাফিজুর রহমান সাধারণ ডায়েরি (জিডি) দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটিকে উদ্ধারের জন্য পুলিশ সর্বাত্তক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Check Also

তারেক রহমানের আমগন উপলক্ষে বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা মিছিল

বগুড়া সংবাদ : আগামী ১১ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়ায় আগমন উপলক্ষে শুভেচ্ছা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *