বগুড়া সংবাদ: ‘সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১নভেম্বর শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর হতে এক র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সমবায় অফিসার কেএমএ ছালাম এর সভাপতিত্বে ও সমবায়ী মোকলেছার রহমান বাবুর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) তৌহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মৎস্যজীবীদলের সভাপতি মোখলেছার রহমান ভুট্টু, সমবায়ী জিয়াউর রহমান প্রমুখ। এসময় উপজেলা সমবায় অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সমবায়ীগণ উপস্থিত ছিলেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
