সর্বশেষ সংবাদ ::

বগুড়া কালচারাল একাডেমির সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত জামায়াত রাষ্ট্র পরিচালনার গেলে শিল্পীদের জন্য আত্মকর্মসংস্থান সৃষ্টি করবে : আব্দুল হক সরকার

বগুড়া সংবাদ: শনিবার দুপুরে বগুড়ার স্কাই ভিউ হোটেলে বগুড়া কালচারাল একাডেমির সাংস্কৃতিক কর্মশালা সংগঠনের পরিচালক এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার। বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাসেদ, জেলা সেক্রেটারী মাওলানা মানছুরুর রহমান, সহকারী সেক্রেটারী মিজানুর রহমান। কর্মশালায় আরো আলোচনা রাখেন গীতিকার, সুরকার ও অভিনেতা মাসুদ রানা, সরকারী শাহসুলতান কলেজের অধ্যাপক এমদাদুল হক, নজরুল গবেষক ও কবি একে আজাদ, দেশীয় সাংস্কৃতিক সংসদ কেন্দ্রীয় সমন্বয়ক মনিরুল ইসলাম, রুহুল আমিন সাহেদ, ক্বারী দেলোয়ার হোসেন, সালমান রিয়াজ প্রমুখ।
কর্মশালায় প্রধান অতিথি বলেন বলেন, জামায়াত রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিল্পীদের জন্য আত্মকর্মসংস্থান সৃষ্টি করবে। শিল্পী সমাজ সহ শিল্পী সাংস্কৃতিক কর্মীদের ও তাদের পরিবার কে সমাজের চালিকা শক্তি হিসেব গড়ে তোলা হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য সৎ, যোগ্য, দক্ষ, আদর্শিক ও নৈতিক নেতৃত্ব নির্বাচিত করতে উপস্থিত শিল্পী সমাজকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, জামায়াতে ইসলামীতে রয়েছে সৎ, যোগ্য, দক্ষ, আদর্শিক ও নৈতিক, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত নেতৃত্ব। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত করে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করবে। ক্ষুধা, দারিদ্র, বেকারত্ব দূরীকরণের মাধ্যমে বৈষম্যহীন কল্যাণ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে।

 

Check Also

বগুড়ায় টিকটক ভিডিও নিয়ে পারিবারিক কলহ, স্ত্রী হত্যা ও লাশ লুকানোর চাঞ্চল্যকর রহস্য উদঘাটন করেছে ডিবি।”

বগুড়া সংবাদ : বগুড়ায় টিকটকে নাচের ভিডিও প্রচারকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *