সর্বশেষ সংবাদ ::

দূর্গাহাটা ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো দূর্গাহাটা ক্রীড়ামোদী জনসাধারণ আয়োজিত “দূর্গাহাটা ফুটবল টুর্নামেন্ট-২০২৫”-এর ফাইনাল খেলা সম্পন্ন।
শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) বিকেলে বগুড়ার গাবতলী উপজেলার দূর্গাহাটা পাবলিক মাঠে অনুষ্ঠিত হয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল পর্ব। সভাপতিত্ব উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ও ও দুর্গাটা ইউনিয়ন পরিষদের প্রশাসক রেজাউল করিম।

প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন।
প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সেরাজুল হক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দূর্গাহাটা ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আকবর একাব, গাবতলী উপজেলা বিএনপির সহসভাপতি জুলফিকার হায়দার গামা, গাবতলী পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, সাধারণ সম্পাদক মুঞ্জুর মোর্শেদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মহিলা দলের সভাপতি সুরাইয়া জেরিন রনি, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক এম আর ইসলাম রিপন, যুবদল নেতা আমিনুর ইসলাম বাবু, সাবেক কাউন্সিলর সোহেল রানা, শিপন, কামরুল, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব ডিটল, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক পবন সরকার, সেচ্ছাসেবক নেতা মামুন মোল্লা, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমুখসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গাবতলী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও দূর্গাহাটা ফুটবল টুর্নামেন্টের সাধারণ সম্পাদক এস. এম. রাঙ্গা। ফাইনাল খেলায় অংশ নেয় আদিবা এন্টারপ্রাইজ বনাম বটিয়াভাঙ্গা একাদশ ক্লাব দুইটি শক্তিশালী দল। কোন দলে গোল না দিতে পারায় পরে টাইপিকারে খেলায় ১/৩গলে আদিবা এন্টারপ্রাইজ বিজয়। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত মাঠজুড়ে ছিল দর্শকদের উচ্ছ্বাস ও করতালির ঝড়। খেলা শেষে বিজয়ী দলের হাতে এক লক্ষ টাকা পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ নেত্রিবিন্দু।
খেলা উপভোগ করতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও অসংখ্য ক্রীড়াপ্রেমী জনতা উপস্থিত ছিলেন।

Check Also

শিবগঞ্জে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

  বগুড়া সংবাদ :  সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *