সর্বশেষ সংবাদ ::

আফগানিস্তান-বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজ শহীদ চান্দু স্টেডিয়ামের আউটফিল্ড ভেজা থাকায় দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত

বগুড়া সংবাদ : বগুড়া অফিস: আগের দিনের বৃষ্টিতে শহীদ চান্দু স্টেডিয়ামের আউটফিল্ড ভেজা থাকায় সফরকারী আফগানিস্তান অনুর্ধ্ব-১৯ এবং বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলের মধ্যকার ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হয়েছে। সকাল থেকে দীর্ঘ অপেক্ষার পর দুপুর সোয়া একটায় আম্পায়ারগণ মাঠ পরিদর্শন শেষে ম্যাচ পরিত্যক্ত ঘোষনা করেন।
বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় খেলা অনিশ্চিত জেনেও শুক্রবার সকাল থেকে বিপুল সংখ্যক দর্শক স্টেডিয়ামে জড়ো হতে থাকে। বেলা বাড়ার সাথে সাথে দর্শক উপস্থিতিও বাড়তে থাকে। এরই মাঝে উভয় দলের ক্রিকেটাররা মাঠে এসে অনুশীলন শুরু করলে সবার মাঝে আশার সঞ্চার হয়। কিন্তু শেষ পর্যন্ত খেলা না হওয়ায় প্রায় তিন হাজারেরও অধিক সংখ্যক দর্শক দীর্ঘ সময় গ্যালারীতে অপেক্ষার পর একবুক হতাশা নিয়ে ঘরে ফিরে যায়। এর আগে ২৮ অক্টোবর সিরিজের প্রথম ম্যাচ আলো স্বল্পতায় ২৪ বল বাকি থাকতেই শেষ হয়ে যায়। সেদিনও প্রায় ১২ হাজারেরও অধিক দর্শক হতাশ হয়ে স্টেডিয়াম ছাড়েন। ২য় ওয়ানডে ম্যাচ না হওয়ায় দর্শকরা প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেন। তারা অবিলম্বে শহীদ চান্দু স্টেডিয়ামের সংস্কারের দাবী জানান। আফগানিস্তান অনুর্ধ্ব-১৯ এবং বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলের মধ্যকার ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের বাকি ৩টি ম্যাচ রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

 

Check Also

সারিয়াকান্দিতে শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে  সারিয়াকান্দি বিপ্লবী ছাত্র-জনতা উদ্যােগে  বিক্ষোভ মিছিলটি বের করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *