সর্বশেষ সংবাদ ::

সোনাতলার চুকাই নগরে জনগণের সাথে সাবেক এমপি কাজী রফিকুলের মতবিনিময় সভা

বগুড়া সংবাদ : বগুড়ার সোনাতলা উপজেলার তেকানী চুকাই নগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলের উদ্যোগে রোববার (২৬ আগস্ট) বিকেলে স্থানীয় হাইস্কুল মাঠে চুকাই নগর ইউনিয়ন-সহ সকল স্তরের জনগণের সাথে মতবিনিময় করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের বিএনপি থেকে এমপি পদে সম্ভাব্য প্রার্থী,বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ৩১ দফা বাস্তবায়নের রূপরেখা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় ধানের শীষের পক্ষে সাধারণ জনগণের সাথে মতবিনিময় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। এতে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মোঃ আশরাফ উদ্দিন আকন্দ। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক এমপি আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন দিগদাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা শহিদুল হক টুল্লু, পাকুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লতিফুল বারী টিম,বালুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম শাফী, নাছির উদ্দিন আঞ্জু,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন,বিএনপি নেতা আব্দুল খালেক সরকার,তেকানী চুকাই নগর ইউনিয়ন বিএনপি নেতা আনারুল ইসলাম,যুবদল নেতা রাশেদুর রহমান হান্নান,তাঁতীদল নেতা মোতাহার হোসেন,সাবেক ছাত্রদল নেতা কামরুল হাসান বাবু ও সোনাতলা সদর ইউনিয়ন কৃষকদলের সভাপতি জিয়াউর রহমান জুয়েল প্রমুখ। উপস্থিত ছিলেন জোড়গাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী,সারিয়াকান্দি উপজেলা বিএনপি নেতা রেন্টু মিয়া, সোনাতলার বিএনপি নেতা রবিউল ইসলাম পান্না,বীর মুক্তিযোদ্ধা গাজী সাহাজুল ইসলাম টুকু,উপজেলা কৃষকদলের আহবায়ক এমদাদুল হক বাদশা ও কাজী রফিকুল ইসলামের পিএস মোঃ রতন মিয়া-সহ অনেকে। মতবিনিময় সভায় অসংখ্য নারী-পুরুষ অংশগ্রহণ করেন। সভাচলাকালে বিভিন্ন দিক থেকে শ্লোগান-সহ সভাস্থলে আসতে থাকে বিএনপি ও অঙ্গদলের নেতাকর্মিরা।
ক্যাপশন
রোববার (২৬ অক্টোবর) বিকেলে সোনাতলার তেকানী চুকাই নগর হাইস্কুল মাঠে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক এমপি আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।

সোনাতলায় বাড়ির জায়গা নিয়ে হামলায় তিন জন আহত
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা: সোনাতলা সদর ইউনিয়নের রংরারপাড়া গ্রামে বসতবাড়ির জায়গা নিয়ে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছে। ঘটনাটি গত শনিবার বেলা ১২টার দিকে ঘটেছে। ওই গ্রামের রব্বানী পক্ষ ও ফয়সাল মিয়া পক্ষের মধ্যে বাড়ির জায়গা নিয়ে তর্কবিতর্ক সৃষ্টি হয়। এ নিয়ে এক পর্যায়ে পক্ষদুটির মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এতে ফয়সালের স্ত্রী ইমুলী বেগম (২৮),উজির আলীর স্ত্রী সুখী বেগম (১৯) ও তার ছেলে আরিফ মিয়া (৭) আহত হয়। প্রতিপক্ষের আহত হয় রব্বানী মিয়া। আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে এখনও কোনো মামলা কিংবা অভিযোগ দায়ের হয়নি।

Check Also

কাহালুতে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এর ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে রোববার বিকেলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *