বগুড়ায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও ৩১তম জাতীয় শিশু দিবস উপলক্ষে শনিবার সকাল ১১টায় বগুড়া জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আয়োজনে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। দিনব্যাপী এ আয়োজনে ৪টি বিভাগে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রায় ২ শতাধিক প্রতিযোগি অংশ নেয়।

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বগুড়া জেলা শাখার সভাপতি আজিজার রহমান তাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক কবি রেজাউল করিম মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহান আরা বীনা, প্রচার সম্পাদক সারোয়ার হোসেন বিকাশ, দপ্তর সম্পাদক নাজমা আক্তার জাহান, সদস্য ফজলে রাব্বি, তাফসির তন্ময়, মাহফুজ সুইট সহ আরও অনেকে।
এবারের প্রতিযোগিতার ৪টি বিভাগের বিষয় ছিল নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, ছড়াগান দেশাত্মবোধক গান, বঙ্গবন্ধুকে নিয়ে গান, সাধারণ নৃত্য, লোক নৃত্য, একক কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা ও একক অভিনয়। আগামীতে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে নিদিষ্ট তারিখে পুরস্কার তুলে দেয়া হবে বলে জানান সংগঠনের সভাপতি আজিজার রহমান তাজ।

Check Also

বগুড়ায় ছাত্র আন্দোলনে নিহত শহীদ সৈকতের কবর জিয়ারত করলেন জামায়াত নেতৃবৃন্দ

বগুড়া সংবাদ :  জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন বুধবার রাতে বগুড়ার সোনাতলা উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *