
বগুড়া সংবাদ : রোববার দুপুরে বগুড়ার কাহালু উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ করার আন্দোলন সফল করার লক্ষ্যে কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভালশুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান।
সভার সর্বসম্মতিক্রমে ভালশুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমানকে আহবায়ক ও নারহট্র বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু রেজা (রিপন)কে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশি জোট কাহালু উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশি
জোট কাহালু উপজেলা আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক কর্নিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম আলী, যুগ্ম আহবায়ক অঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হাসান, কার্যনিবাহী সদস্য নজরুল ইসলাম, মাকসুদুর রহমান (রকি), নুরুল ইসলাম, মতিউর রহমান, ফজলে রাব্বি, মুনমুন, ওমর ফারুক (রনি), আলমগীর হোসেন, রবিউল ইসলাম, শাকিল আহম্মেদ প্রমূখ।