বগুড়া সংবাদ : আজ বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় ইসলামপুর হরিগাড়ীতে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মোটর ড্রাইভিং ট্রেনিং স্কুল সম্মেলন কক্ষে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ইউনিয়নের সভাপতি জনাব মোঃ আব্দুল হামিদ মিটুল সাহেবের সভাপত্বিতে এক শ্রমিক সভা অনুষ্ঠানের মাধ্যমে ইউনিয়নের ৬০ (ষাট) জন মৃত্যু শ্রমিক সদস্য পরিবারকে প্রত্যেকে ৩০,০০১/- (ত্রিশ হাজার এক) টাকা করে সর্বমোট ১৮,০০,০৬০/- (আঠারো লক্ষ ষাট) টাকা ইউনিয়ন তহবিল হইতে এককালিন অনুদান অর্থের চেক প্রদান করা হয়। সেই সঙ্গে সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারী পঙ্গু ও বৃদ্ধ শ্রমিক সদস্যদেরকে আর্থিক অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব হোসনা আফরোজা (যুগাসচিব) মাননীয় জেলা প্রশাসক, বগুড়া। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম মাননীয় পুলিশ সুপার, বগুড়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব কালাম আজাদ, সাধারণ সম্পাদক, বগুড়া প্রেসক্লাব, বগুড়া। আরো উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথিবৃন্দ ও বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব মোঃ সামছুজ্জামান সামছু এবং ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ, ইউনিয়নের শাখা কার্যালয়ের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ ও সাধারণ শ্রমিক সদস্যবৃন্দ।
ইউনিয়নের প্রচার সম্পাদক জনাব মোঃ সাজ্জাদ হোসেন পিন্টু উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
