সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় জামায়াতের মতবিনিময় সভায় শাহাবুদ্দিন জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে দিন

বগুড়া সংবাদ : জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন, জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে দিন। সংখ্যানুপাতিক হারে ভোট হলে ভোটারের আশা আকাংখার প্রতিফলন ঘটবে। দেশ প্রেমিক রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য জুলাই অভ্যুত্থান পরবর্তী সময় থেকেই নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। একক সংখ্যা গরিষ্ঠতা অর্জনের মাধ্যমে যেন কোনো দল আবার স্বৈরাচার হয়ে উঠতে না পারে, ফ্যাসিজম কায়েম করতে না পারে সেজন্য জামায়াতে ইসলামী আধুনিক বিশ্বের বিভিন্ন দেশে প্রচলিত ও পরিক্ষিত পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবী জানিয়ে আসছে। সুষ্ঠু নির্বাচন ও জনমতের প্রতিফলন যেন ঘটে এজন্য নির্বাচনের পূর্বেই লেভেল-প্লেয়িং ফিল্ড তৈরীর দাবীতে সোচ্চার রয়েছে। এই ধারাবাহিকতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই ছাত্র-জনতার প্রাণের দাবী জুলাই সনদ বাস্তবায়ন সহ ৫ দফা দাবীতে জামায়াত সমমনা ইসলামী দলগুলোকে সাথে নিয়ে ময়দানে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
তিনি বৃহস্পতিবার বিকেলে টিএমএসএস মিলনায়তনে বগুড়া শহর জামায়াতের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। শহর আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে ও শহর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় সভায় আরো বক্তব্য উলামা মাশায়েখ পরিষদ বগুড়ার সভাপতি মাওলানা আলমগীর হুসাইন, ল ইয়ার্স কাউন্সিল বগুড়ার সভাপতি এ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, ন্যাশনাল ডক্টর ফোমামে জেলা সভাপতি ডা. লিয়াকত আলী. আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারী অধ্যাপক হাবিবুর রহমান আকন্দ, কলামিস্ট মাস্টার নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার সাইদ আহম্মেদ কবির, এ্যাডভোকেট সাকাওয়াত মল্লিক, ডা. আজিজুল হাকিম বাপ্পা প্রমুখ।
প্রধান অতিথি আরো বলেন, দেশকে ইনসাফের ভিত্তিতে বৈষম্যমুক্ত রাষ্ট্র হিসাবে গড়ে তুলার জন্য পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ জামায়াতের ৫ দফা গণ দাবী মেনে নিয়ে একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা সরকারের নিকট জোর দাবী জানাচ্ছি।

Check Also

বগুড়ায় টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন

বগুড়া সংবাদ :  বগুড়ায় টাইফয়েড টিকাদন ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *