সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় নিখোঁজের ১০ দিন পার হলেও সন্ধান মেলেনি ট্রাক ড্রাইভারের

বগুড়া সংবাদ : বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার জাঙ্গালপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে ট্রাক ড্রাইভার তুহিন প্রাং(৩৭)নিখোঁজের ১০ দিন পার হলেও সন্ধান মেলেনি । এ ব্যাপারে তার ভাই মাসুম কাহালু থানাতে অভিযোগ করেছেন। থানার অভিযোগ ও নিখোঁজের স্বজনদের কাছ থেকে জানা যায়, তুহিন গত ২৯ সেপ্টেম্বর সোমবার সকাল অনুমান ৯ ঘটিকায় নিজ বাড়ি থেকে মাথার চুল কাটার জন্য ব্যবহৃত মোবাইল নং-(০১৭৬১-২০৫২২০,০১৩৩২-০৭২৫৪২) সঙ্গে নিয়ে দুপচাচিয়ার উদ্দেশ্যে বের হয়ে যায়। পরবর্তীতে তুহিন আর বাড়ীতে ফিরে আসে না এবং ফোন নাম্বার বন্ধ পায়। তাঁর আপন ভাই মাসুম সংবাদ পেয়ে নিকটস্থ আত্মীয় স্বজন ও তুহিনের শ্বশুর বাড়ীতে খোঁজাখুঁজি করে তাঁকে পাই নাই। বর্তমানে খোঁজাখুঁজি অব্যাহত আছে। পরে আত্মীয়-স্বজন ও এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শ করে গত ৫ অক্টোবর রোববার কাহালু থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, গাঁয়ে ছিল লঙ্গি ও সবুজ রংয়ের গেঞ্জি। মাসুম বলেন, নিখোঁজের ১০ দিন পার হয়ে গেলেও আমার ভাইয়ের এখনোও কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজের পরে খোঁজ খবর না পেয়ে কাহালু থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করি কিন্তু পুলিশ এখন পর্যন্ত কোনো সন্ধান দিতে পারেনি। খোঁজ না পাওয়ায় পরিবারের সবাই চিন্তিত। কোনো ব্যাক্তি ভাইয়ের দেখা বা খোঁজ খবর পেলে (০১৭৬৮-৬০৭৯৭৪ )এ নাম্বারে দয়া করে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।
কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) নিতাই চন্দ্র সরকার বলেন, অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।

Check Also

বগুড়ায় টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন

বগুড়া সংবাদ :  বগুড়ায় টাইফয়েড টিকাদন ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *