
বগুড়া সংবাদ : তারুণ্যের উৎসব উপলক্ষে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং আকবরিয়া গ্রুপের সৌজন্যে ইমাজিং কাপ ক্রিকেট টুর্নামেন্টের বুধবার এর তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ণ খেলায় শহীদ ওয়াসিম একাদশ ৯ রানে শহীদ আবু সাঈদ একাদশকে পরাজিত করেছে। বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় শহীদ ওয়াসিম একাদশ টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৮৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে রবিউল ৪১ ,স্বপ্ন ৪১এবং সামি ৪০ রান করেন। শহীদ আবু সাঈদ একাদশের বোলার বিপুল ও সাদাত ২টি করে উইকেট লাভ করে। জবাবে শহীদ আবু সাঈদ একাদশ ৪৬ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে ।দলের পক্ষে সাদাত ৪৭ এবং তৌফিক ২৯ রান করেন। ওয়াসিম একাদশের বোলার নাফিস ও শিহাব দুইটি করে এবং স্বপ্ন এক উইকেট লাভ করে ।খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় শহীদ ওয়াসিম একাদশের স্বপ্ন। তার হাতে পুরস্কার তুলে দেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মমিনুর রশিদ শাহিন । এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক খালেদ মাহমুদ রুবেল, ক্রিকেট প্রশিক্ষক রিফাত হাসান ,রাশেদ হাসান প্রমুখ । খেলায় আম্পায়ার ছিলেন মিথুন ও পাপ্পু।
আজ বৃহস্পতিবারের খেলা শহীদ মীর মুগ্ধ একাদশ বনাম শহীদ ইয়ামিন একাদশ।