সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ৯ লাখ ৪৮ হাজার শিশু টাইফয়েড টিকা পাবে, টাইফয়েড টিকা ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

বগুড়া সংবাদ: আগামী ১২ অক্টোবর থেকে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি/সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। বগুড়া জেলায় ৯ লাখ ৪৮ হাজার শিশুকে এই টাইফয়েড টিকা দেওয়া হবে। বুধবার বিকেলে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় জেলা পর্যায়ে টাইফয়েড টিকা ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব তথ্য জানিয়েছেন বগুড়া সিভিল সার্জন ডাঃ খুরশিদ আলম।
সভায় তিনি আরও বলেন, সারাদেশে প্রায় ৫ কোটি শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে। বগুড়ায় প্রায় সাড়ে ৯ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে বগুড়া স্বাস্থ্য বিভাগ। এ পর্যন্ত (বুধবার) ৩০ ভাগ শিশুর রেজিষ্ট্রেশন করা হয়েছে। তবে টিকা কার্যক্রম চলমান থাকাবাবস্থায় রেজিষ্ট্রেশন করা যাবে। তিনি বলেন, যেসব শিশুর জন্ম নিবন্ধন নেই তাদেরকেও টিকার আওতায় নেওয়ার ব্যবস্থা রয়েছে। তিনি টাইফয়েড টিকা ক্যাম্পেইন সফল ভাবে সম্পন্ন করতে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।
এ সভায় এই ক্যাম্পেইনের ওপর প্রেজেনটেশন উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ তারিক রেজা। সিভিল সার্জন কার্যালয় বগুড়ার মেডিকেল অফিসার ডাঃ নাফিউর রহমান তমালের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন এস এম নূরে সাদিদ, মেডিকেল অফিসার ডাঃ সাজ্জাদ উল হক প্রমুখ।

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *