বগুড়া সংবাদ : ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি ) অধ্যাপক ডঃ মোঃ শামছুল আলম বলেছেন, স্কাউটরা সৎ ,মিতব্যয়ী, কর্মঠ, মানিবক হয়। তাদেরকে সেভাবেই শিক্ষা দেয়া হয়। একজন প্রকৃত স্কাউট কখনও মিথ্যাবাদী, অসৎ বা অমানবিক হতে পারে না। অপরের উপকারের জন্যই স্কাউটের জন্ম। তিনি বলেন, আমাদের প্রিয় রাসুল (রাঃ) সবসময় নিজে অপরের উপকার করেছেন এবং অন্যদের উপদেশ দিয়ে গেছেন। তাই মাদাসা ছাত্রদেরও স্কাউটের সাথে যুক্ত থাকতে হবে। যে সব মাদরাসা সব দিকে এগিয়ে থাকবে তাদেরকে সর্বাত্বক সহযোগিতা করা হবে। তিনি শনিবার বগুড়া পল্লী উন্নয়ন অ্যাকাডেমী (আরডিএ) মিলনায়তনে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় অধিভূক্ত রাজশাহী ও রংপুর বিভাগের ফাজিল ও কামিল মাদরাসা এবং কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের রোভার স্কাউটিং ওরিয়েন্টেশন কোর্স এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডঃ মোহাম্মাদ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডঃ আবু জাফর খান , বগুড়া সরকারী মুজিবুর রহমান ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডঃ বেলাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর রাজশাহীর পরিচালক অধ্যাপক ডঃ খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল , জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, অধ্যক্ষ সাইদুজ্জামান , অধ্যাপক আব্দুল ওয়াহেদ, জেলা রোভার স্কাউট কমিশনার আতিকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন মহাস্থান ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক। উক্ত কোর্সে রাজশাহী ও রংপুর বিভাগের শতাধিক শিক্ষক অংশগ্রহন করেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
