
বগুড়া সংবাদ: জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনসহ ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বগুড়ার সোনাতলায় উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল নিয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ফাযিল মাদ্রাসা মাঠে উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মোঃ ফজলুল করিমের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মোঃ নাজিম উদ্দিন। তিনি বলেছেন,কোরান দিয়ে যারা দেশ চালায় না,যারা কোরানের আইন মানে না, তারা আমানত খেয়ানতকারী মোনাফেক। অন্যদের মধ্যে বক্তব্য দেন জামায়াতে ইসলামী জেলা কর্ম পরিষদ সদস্য উপাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম,উপজেলা জামায়াতের নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মন্ডল,সেক্রেটারী মাও.মোঃ রবিউল ইসলাম ও অ্যাড.দলিলুর রহমান প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাও.মোঃ নূরুল ইসলাম, জামায়াত নেতা আব্দুর রহিম, পৌর জামায়াতের আমির জাহিদুল ইসলাম,নায়েবে আমির শহিদুল ইসলাম,জামায়াত নেতা নূরুল ইসলাম,পৌর সভার ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি জহুরুল ইসলাম,যুব সংগঠন নেতা শেখ শাকিল-সহ অনেকে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা