সর্বশেষ সংবাদ ::

শিবগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে বগুড়ার শিবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা জামায়াতের আয়োজনে একটি বিশাল মিছিল উপজেলা জামায়াতের কার্যালয়ের গেট থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুগ্ধ চত্বরে একত্রিত হয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা আছার উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হক সরকার। তিনি তার বক্তব্যে দলটির ৫ দফা দাবি উত্থাপন করেন। উল্লেখিত ৫ দফা হলো- ১.জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হবে ২.নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে ৩.অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে ৪.ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, গণহত্যা, দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আলাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বগুড়া শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আলমগীর হুসাইন, সাবেক এমপি ও বর্তমান জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান। এছাড়া আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোয়াজ্জেম হোসেন, সাবেক উপজেলা জামায়াতের আমীর আব্দুল হালিম বিপ্লব, জামায়াত নেতা এডভোকেট শাকিল উদ্দিন, কর্মপরিষদ সদস্য মাওলানা রেজাউল করিম, মাওলানা জাকির হাসান, মাওলানা সুলতান মাহমুদ, মাওলানা সাদিকুর রহমান, বগুড়া জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি রোকন-উজ্জামান প্রমুখ।

মিছিল ও সমাবেশে শিবগঞ্জ উপজেলা জামায়াত ও শিবিরের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Check Also

ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ; এক জন গুরুতর আহত

  বগুড়া সংবাদ :বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম রেলক্রসিং রেলগেটে রাতে ট্রেনের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *