
বগুড়া সংবাদ : বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন বলেছেন, তারেক রহমানকে ধানের শীষে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিলে আগামীর বাংলাদেশ হবে সততা ও স্বচ্ছতার। বাংলাদেশকে ইনসাফ, দুর্নীতিমুক্ত ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ সেই নির্বাচনে বিএনপিতে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ী করতে নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট চাইতে হবে। দেশের মানুষের মুক্তির জন্য ৩১দফা বাস্তবায়ন করতে হবে। প্রতিটি পাড়ায়-মহল্লায় ধানের শীষের প্রচার করতে হবে। তিনি ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধা ৭টায় টিএমএসএস অডিটোরিয়ামে বগুড়া জেলা, উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে মতবিনিময় সভায় আরা বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নিবর্ািহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি আহসানুল তৈয়ব জাকির, এম আর ইসলাম স্বাধীন, এড. হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, এ্যাড. আব্দুল বাছেদ, সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল ও যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন।