সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক কর্মচারী ঐক্য ফেডারেশন রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সম্মেলন-২৫ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : ১৮ই সেপ্টেম্বর-২৫ বৃহস্পতিবার বগুড়ার কৈচড় টেকনিক্যাল এন্ড বিএম কলেজ হলরুমে বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক কর্মচারী ঐক্য ফেডারেশন বগুড়া জেলা শাখার আয়োজনে রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সম্মেলন-২৫ এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
অত্র সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর আঞ্চলিক কার্যালয় বগুড়া, রাজশাহী উপ-পরিচালক মোঃ হাফিজুর রহমান, অত্র সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান লায়ন অধ্যক্ষ মোঃ জাকির হোসেন আকন্দ, কো-চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সামছুজ্জামান বিপ্লব প্রমূখ। সভা সঞ্চালনায় ছিলেন অত্র সংগঠনের বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ মাহবুবুল আলম শাহীন এবং সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ শাফিউল আলম সরকার লিমন। এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ ওহেদুজ্জামান তুফান, অধ্যক্ষ মোঃ আবু বক্কর, অধ্যক্ষ মোঃ কামাল হোসেন, অধ্যক্ষ মোছাঃ আরজুমান বানু, অধ্যক্ষ মোঃ আশরাফুল আলম, অধ্যক্ষ মোঃ শাহজাহান আলী এবং রাজশাহী বিভাগের জেলা সমূহ থেকে আগত বিভিন্ন বিএমটি কলেজ থেকে আগত প্রায় ২শতাধিক শিক্ষক প্রতিনিধি সহ বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক কর্মচারী ঐক্য ফেডারেশনের কেন্দ্রীয় ও রাজশাহী বিভাগীয় এবং জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।

Check Also

ধানক্ষেতে মিলল ধান ব্যবসায়ীর মরদেহ, শেরপুরে নৃশংস হত্যাকাণ্ড

বগুড়া সংবাদ : বগুড়ার শেরপুর উপজেলায় ধান ব্যবসায়ী আব্দুল হামিদ মন্ডলকে (৩৮) স্বাসরোধ ও পিটিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *