সর্বশেষ সংবাদ ::

জুলাই সনদের ভিত্তিতে অবাধ সুষ্ঠু ও গ্রহণ যোগ্য নির্বাচন দিন : আবিদুর রহমান সোহেল

বগুড়া সংবাদ :  বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারীতে অবাধ সুষ্ঠু ও গ্রহণ যোগ্য নির্বাচন দিন। জনগনের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণ রাস্ট্র প্রতিষ্ঠা করতে চায়। ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন, মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে।
তিনি বুধবার রাতে বগুড়া শহর জামায়াতের দায়িত্বশীল সমাবেশে একথা বলেন। শহর সেক্রেটারী আকসুর জিএস অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারী অধাপক রফিকুল আলম, এ্যাডভোকেট আল আমিন, এ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, সেলিম রেজা, আজগর আলী, মাওলানা আব্দুল হামিদ বেগ,অধ্যাপক আব্দুস সালাম তুহিন, নিজাম উদ্দিন প্রমুখ।
তিনি আরো বলেন, অবাধ সুষ্ঠু ও গ্রহণ যোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করতে হবে। পি আর পদ্বতির ভোট দাবী করে তিনি বলেন এটা এখন জনগনের দাবী। এ পদ্বতিতে ভোট হলে কোন ভোটারের ভোট নস্ট হবে না। তিনি সরকারের উভয় কক্ষে পিআর পদ্বতির জোর দাবী জানান। তিনি ফ্যাসিস্ট সরকারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধের জোর দাবী এবং আগামী ২৬ সেপ্টেম্বর কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল সফল করার জোর দাবী জানান।

Check Also

ধানক্ষেতে মিলল ধান ব্যবসায়ীর মরদেহ, শেরপুরে নৃশংস হত্যাকাণ্ড

বগুড়া সংবাদ : বগুড়ার শেরপুর উপজেলায় ধান ব্যবসায়ী আব্দুল হামিদ মন্ডলকে (৩৮) স্বাসরোধ ও পিটিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *