সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় ৫২তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়ায় ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল খেলার উদ্বোধন করা হয়েছে। ১৭সেপ্টেম্বর বুধবার সকাল বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে বেড়–ঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আশরাফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন ভেন্যু প্রধান ও প্রধান শিক্ষক মাহমুদুর রশীদ, প্রধান শিক্ষক মুনছুর রহমান ফজলু, প্রধান শিক্ষক মাহবুব আলম, সহকারী প্রধান শিক্ষক রোস্তম আলী, সহকারী সুপার মহসিন আলী, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য আলমগীর হোসেন সুমনসহ শিক্ষক শিক্ষার্থী ও ফুটবল প্রেমিকেরা। খেলা পরিচালনা করেন শিক্ষক ইদ্রিস আলী। তাঁকে সহযোগিতা করেন শিক্ষক মোফাজ্জল হোসেন ও আব্দুল আলীম। উদ্বোধনী খেলায় বেড়–ঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসা ১-০ গোলে মিঞাপাড়া পীর জিয়া উদ্দিন আহসান শহীদ দাখিল মাদ্রাসাকে পরাজিত করে। ফুটবল টুর্ণামেন্টে ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এই ভেন্যুতে আগামী ২১ সেপ্টেম্বর রোববার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। বিজয়ী দল উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করবে।

Check Also

বগুড়ায় রেলওয়ে কলোনিতে যৌথবাহিনীর অভিযানে ৯ মাদক ব্যবসায়ী আটক

বগুড়া সংবাদ : বগুড়া শহরের রেলওয়ে কলোনি এলাকায় মাদক বিরোধী যৌথ অভিযান হয়েছে। বৃহস্পতিবার (১৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *