
বগুড়া সংবাদ : বগুড়ার সোনাতলা সরকারি নাজির আখতার অনার্স কলেজ প্রশাসনের আয়োজনে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৫ সেপ্টেম্বর সকাল ১১টায় এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠান দুই ভাগে বিভক্ত করা হয়। দুটি অনুষ্ঠানেই সভাপতিত্ব করেন কলেজের সহকারী অধ্যাপক মোঃ মোজাফ্ফর হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যক্ষ প্রফেসর মোঃ মঞ্জুর কাদের। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি অধিক মনোযোগী হওয়ার পরামর্শ দেন। বিশেষ অতিথি ছিলেন সহযোগী অধ্যাপক এইচ.এম.শহীদুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক মোঃ আব্দুল কাদের, সহকারী অধ্যাপক নীলুফা ইয়াছমিন,আব্দুস সবুর,ইয়াকুব আলী,প্রভাষক আতিকুর রহমান ও আবু সাঈদসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজের অধ্যক্ষ।