
বগুড়া সংবাদ : বাংলাদেশ পূর্জা উদযাপন ফ্রন্ট গাবতলী উপজেলা শাখার ৫১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। ১৫ই সেপ্টেম্বর-২৫ইং বগুড়া জেলা শাখার সভাপতি অতুল চন্দ্র দাস ও সাধারন সম্পাদক গৌর চন্দ্র পোদ্দার র যৌথ স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন করা হয়। গাবতলী উপজেলা শাখা কমিটিতে চঞ্চল কুমার দেব কে আহবায়ক এবং প্রদীপ কুমার ঘোষ টুটন কে সদস্য সচিব এবং (যুগ্ম আহবায়ক হলেন যারা) রতন চন্দ্র দাস, লক্ষন চন্দ্র পাল, সুমন কুমার সরকার, স্বপন কুমার রায়, মন মোহন সরকার, পলাশ চন্দ্র রায়, প্রশান্ত পাল, সুষেন চন্দ্র রায়, চঞ্চল রায়, সুশান্ত চন্দ্র সরকার, পবিত্র রায়, মানিক চন্দ্র প্রধান, প্রশান্ত পাল কে যুগ্ম আহবায়ক করে ৫১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।