সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

বগুড়া সংবাদ : জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা বগুড়ার আয়োজনে রবিবার বিকেল ৪ টায় বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে।
বেলুন ফেস্টুন ও কবুতর উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করবেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বগুড়া পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগ, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ইমরুল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন ,দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান, সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত আতিকুর রহমান, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রিয়া সংগঠক এসোসিয়েশনের সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল , জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এম আর সিদ্দিক লেমন ,বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, হাসান আলী আলাল, খালেদ মাহমুদ রুবেল, মোস্তফা মোঘল, হাসান মোল্লা প্রমুখ ।উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে দুপচাঁচিয়া উপজেলা ১-০ গোলে সারিয়াকান্দি উপজেলাকে পরাজিত করেছে। দ্বিতীয়ার্ধের ৩২ মিনিটে রবিন দুপচাঁচিয়া পক্ষে একমাত্র গোলটি করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় রবিন। ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক হোসনা আফরোজা ও শহীদ কমর উদ্দিনের মাতা জমেলা বেগম।

 

Check Also

দুপচাঁচিয়ায় ভিভো মোবাইল ফোনের শোরুম উদ্বোধন

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়ার প্রাণকেন্দ্র নিউ মার্কেটের দ্বিতীয় তলায় শোভা মোবাইল মার্কেটে জনপ্রিয় মোবাইল ফোন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *