
বগুড়া সংবাদ : রোববার দুপুরের বগুড়ার কাহালুর বেলঘরিয়া এলাকায় সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিহাট গামী আন্তঃ নগর (দোলনচাঁপা) ট্রেনে ঝাঁপ দিয়ে মামুন মল্লিক (৪০) নামে এক ব্যক্তি আতœহত্যা করেছে। মামুন মল্লিক কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা গ্রামের মৃত মানিক মল্লিকের পুত্র। প্রতিবেশী লোকজন জানান, মামুন মল্লিক সকালে তার স্ত্রীর সাথে কথা কাটাকাটি করে বাড়ী থেকে রাগ করে বের হন। খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করেন।