
বগুড়া সংবাদ: বগুড়ার আদমদীঘি উপজেলার মুরুইল বাজার এলাকায় চলন্ত ট্রাকের সাথে ধাক্কা লেগে আকবর আলী (২৫) নামের এক ব্যাক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে সান্তাহার-বগুড়া সড়কের মুরুইল বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আকবর আলী জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার আবাদপুর গ্রামের তাছের আলী মন্ডলের ছেলে।
আদমদীঘি থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে আকবর আলী কাজ করতে মুরুইল বাজারে আসে। এ সময় তিনি সড়ক পার হতে গেলে সান্তাহার থেকে বগুড়াগামী একটি চলন্ত ট্রাকের সাথে ধাক্কা খান এবং গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।