
বগুড়া সংবাদ : বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার জামায়াত সমর্থিত প্রার্থী ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ (দাড়িপাল্লা) এর নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে ২ উপজেলার ভোট কেন্দ্রের সভাপতি ও সেক্রেটারীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা শনিবার কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহালু উপজেলা শাখার আমীর মাওঃ আব্দুস শাহীদ খান।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া-৪, (কাহালু-নন্দীগ্রাম) এলাকার সংসদ সদস্য প্রার্থী ও ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেক্ট আর্গানাইজার (ইফসু)’র মহাসচিব ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার নায়েবে আমীর ও বগুড়া-৪ নির্বাচনী এলাকার নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক অধ্যাপক আব্দুল বাছেত। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওঃ মমতাজ উদ্দিন, জেলা কর্ম পরিষদের সদস্য ও কাহালু সদর ইউ পির সাবেক চেয়ারম্যান মাওঃ আব্দুল মোমেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাওঃ আব্দুর রহমান, শেরপুর উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান নাসিম, কাহালু উপজেলা জামায়াতের সেক্রেটারী আলহাজ্ব শহীদুর রহমান সবুজ, বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি কাহালু পৌর নির্বাচনের জামায়াত সমর্থীত মেয়র প্রার্থী অধ্যক্ষ জহুরুল ইসলাম বাদশা, বগুড়া জেলা ওলামা মাশায়েখ পরিষদনেতা কাহালু উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওঃ রোস্তম আলী, কাহালু উপজেলা শাখার সহকারি সেক্রেটারী মাওঃ বেলায়েত হোসেন, প্রভাষক আব্দুল মোমিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাহালু উপজেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল হান্নান, কাহালু উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওঃ আবু ইউসুফ, মাওঃ আব্দুল হামিদ, মাওঃ রেদুয়ানূল ইসলাম, কাহালু পৌর শাখার আমীর ফেরদৌসুর রহমান প্রমুখ।