সর্বশেষ সংবাদ ::

সোনাতলার জোড়গাছায় উপকারভোগীদের মাঝে ভিডব্লিউবি’র কার্ড বিতরণ

বগুড়া সংবাদ : বগুড়ার সোনাতলায় জোড়গাছা ইউনিয়নে ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য ভি.ডব্লিউ.বি কর্মসূচির নির্বাচিত ৪৩০টি পরিবারের মাঝে ভি.ডব্লিউ.বি’র কার্ড বিতরণ করা হয়েছে। গত সোমবার বেলা ৩টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউএনও স্বীকৃতি প্রামানিক প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে কার্ড বিতরণ করেন ও বক্তব্য দেন। জোড়গাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ গোলাম রব্বানীর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মাঈনুল হক এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সোহরাব হোসেন, ইউনিয়ন পরিষদ সদস্য রাকিবুল ইসলাম মন্টু ও মহিদুল হাসান। উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ আতিকুর রহমান তালুকদার,উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুজ্জামান,উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ রুহুল আমিন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোছাঃ রোকসানা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেফাউল আজম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নজমুল ইসলাম,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নুসরাত জাহান লাকী,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ জামাল. জোড়গাছা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম,সোনাতলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোশাররফ হোসেন মজনু ও উপকারভোগীরা-সহ অনেকে। অনুষ্ঠানের প্রথমে পবিত্র কোরান থেকে তেলোয়াত পাঠ করা হয়।

 

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *