বগুড়া সংবাদ : বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আগামী ২২ আগষ্ট থেকে শুরু হচ্ছে “আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্ণামেন্ট-২০২৫”। টুর্ণামেন্ট সফল করতে বিরামহীন কাজ করছেন যুব ও ক্রীড়া বিভাগের নেতাকর্মিরা। টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি পর্যালোচনার লক্ষ্যে শনিবার সকালে শহর জামায়াত কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। শহর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুস ছালাম তুহিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শহর জামায়াতের নায়েবে আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা আলমগীর হোসাইন। বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা হেদাইতুল ইসলাম, যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি আব্দুল হাদি শফিক, নির্বাহী সদস্য অধ্যাপক হারুনুর রশিদ, মোস্তফা মোঘল, দেলোয়ার হোসেন, আব্দুল ওয়াদুদ, মোকাম্মেল হক, আবু সুফিয়ান পলাশ, সরিফুল ইসলাম সোহেল, ফজলুল করিম বিপুল, আবু হুরায়রা, রফিকুল ইসলাম প্রমূখ। সভায় ফুটবল টুর্ণামেন্টের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করে কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
